বুধবার ২০ ডিসেম্বর ২০২৩ - ১৩:২১
দুনিয়া ও আখেরাত

হাওজা / ইমাম হাদী (আ:) একটি রেওয়ায়েতে দুনিয়া ও আখেরাত সম্পর্কে একটি উল্লেখযোগ্য বিষয় বর্ণনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "তাহফুল-উকুল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হাদী (আ:) বলেন:

ان الله جعل الدنیا دار بلوی، والآخرةدارعقبی، وجعل بلوی الدنیا لثواب الآخرة سببا، وثواب الآخرة من بلوی الدنیا عوضا.

মহান আল্লাহ এই দুনিয়াকে পরীক্ষা ও পরীক্ষার স্থান এবং পরকালকে পরিণতি ও পরিণতির গন্তব্য হিসেবে ঘোষণা করেছেন আর দুনিয়ার পরীক্ষা ও কষ্ট আখেরাতের পুরস্কারের মাধ্যম এবং আখেরাতের পুরস্কার হলো দুনিয়ার পরীক্ষা ও গ্রেফতারের পুরস্কার।

(তাহফুল-উকুল: ৪৮৩)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha